সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় শিল্পপতি রিপন’র সৌজন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন-এর সৌজন্যে ৩০মে শুক্রবার বাদ জুমা আগুনিয়াতাইড় ট্রাষ্ট চত্বরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,দোয়া ও মোনাজাত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। তিনি বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস সারা বাংলাদেশের মানুষ জানেন। তিনি ছিলেন একজন সুযোগ্য রাষ্ট্র পরিচালক। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি শহীদ হলেও দেশবাসী তাকে ভোলেননি। আজকে সেই মহান ব্যক্তির ৪৪তম শাহাদৎ বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তার সহোধর্মীনি সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে আমাদের দেশনেত্রী জেলখানায় থাকলেও কখনো শেখ হাসিনা ও তার সরকারের কাছে কখনো আপোষ হননি। মাথানত করেনটি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা,বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম,বগুড়া জেলা বার সমিতির সহ-সভাপতি শাফি আহম্মেদ মিঠু,সুপ্রিম কোর্টের অ্যাড.মোঃ শেখ স্বাধীন,উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুর রহমান হান্নান,যুবদল নেতা মৃনাল কান্তি ঘোষ,আব্দুল বারী,রাকিবুল হাসান আনিছ,স্বেচ্ছাসেবক দল নেতা মোনারুল ইসলাম,মোঃ লিটন ও ছাত্রদল নেতা রাজিব আহম্মেদ-সহ অনেকে।

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *