
বগুড়া সংবাদ : বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আগামী ২৮ জুন’২০২৫ রোজ শনিবার অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কার্য্যনির্বাহী কমিটির আহবায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র সদস্য মতিউল ইসলাম সাদিকে চেয়ারম্যান, জহুরুল ইসলাম ও সাইফুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৩০ মে শুক্রবার সকাল ১১.৩০টায় প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা করা হয়। এছাড়া সাংবাদিকতার নামে ব্ল্যাক মেইলিং সহ অপসাংবাদিকতার সাথে জড়িতদের ব্যাপারে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক রাহাত রিটু, মতিউল ইসলাম সাদি, আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, রেজাউল হাসান রানু, গণেশ দাস, এফ শাহজাহান, এসএম আবু সাইদ, মমিনুর রশিদ সাইন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, আব্দুর রহিম।