সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে সামাজিক সংগঠন আপন এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব

বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) : জ্যৈষ্ঠ মাস মানেই নানা রঙ আর স্বাদের বাহারি সব ফলের সমাহার। এ সময় দেখা মেলে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফল। এসব ফলের স্বাদ নিতে  বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন)  আয়োজন করে ‘ মৌসুমি ফল উৎসব’। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে  ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ- সোনাতলা) সার্কেল রবিউল ইসলাম।

 আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন  আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান নয়ন, সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, ফাইমা আক্তার,  আবুল কালাম আজাদ, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেরা মহিলাদলের সভাপতি মিনারা বেগম। আরো উপস্থিত এসময় উপস্থিত ছিলেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মিনাহাজ আলী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাজু মিয়া, এ ওয়ান টিভি উপজেলা প্রতিনিধ তৌহিদ মন্ডল, সাংবাদিক রাব্বি হাসান সুমন, আব্দুর রহমান নাহিদ, সোহানুর রহমান সিয়াম, আমাদের প্রয়াস নিরন্তর এর  সদস্য প্রভাষক মাহফুজার রহমান,  মনজুর রহমান,  শাহিদুর ইসলাম, মোহাম্মদ আলী, শাহজাহান আলী,  মশিউর রহমান মিল্লাত, আনারুল ইসলামসহ  গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *