
বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদে ২০২৫- ২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ( ২৬ মে) বিকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শোয়াইব। রায়নগর ইউনিয়ন পরিষদের ২০২৫ – ২০২৬ অর্থ বছরে ২ কোটি ১৪ লক্ষ ১ হাজার ৯ শত ৪৫ টাকা বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে রাজস্ব ও উন্নয়ন আয় ২ কোটি ১৪ লক্ষ ১ হাজার ৯ শত ৪৫ টাকা এবং ব্যায় ২ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৪ শত ১০ টাকা। উদ্বৃত ৫ লক্ষ ৮১ হাজার ৫ শত ৩৫ টাকা।