বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে পাটচাষের ওপর প্রশিক্ষণ নিলেন ৭৫ জন নারী ও পুরুষ কৃষক। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে গত সোমবার বিকেল পর্যন্ত দিনব্যাপি উপজেলা পরিষদের হলরুমে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সাবিহা আক্তার সুরভী ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু কুমার সাহা। উপস্থিত ছিলেন মধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, উপজেলা পাট অধিদপ্তরের অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গৌরব চন্দ্র সাহা ও সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু-সহ অনেকে। প্রতিপাদ্য ছিল ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা