
বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আলী মিলন(৪৪)কে আটক করেছে। গত ২৪মে শনিবার দিবাগত রাতে সাহারপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়ার আহম্মেদ আলীর ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ওয়াসিম আলী মিলনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে।