
বগুড়া সংবাদ : “কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্য নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৩ ও ২৪ মে তারিখে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান অনিছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও প্রস্ততিমূলক সভায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারনা, বিএনপির সদস্য সংগ্রহ ও দলীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।