
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা সদর ও তার আশপাশের এলাকায় গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে পূর্ব ও দক্ষিণ দিক থেকে প্রায় ৩-৪ মিনিটের বয়ে যাওয়া আকস্মিক ঘুর্ণিঝড়ে গড়ফতেপুর গ্রাম, উপজেলা পরিষদে ও থানা চত্বরসহ সোনাতলা সদরের আশপাশের এলাকায় গাছপালা লন্ডভন্ড হয়ে যায় বহু গাছপালা। গাছপালা পড়ে গড়ফতেপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ও শিচারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (গবরা)-এর ঘরের ক্ষতিসাধন হয়। এ সময় আতঙ্কের মধ্যে পড়ে ঝড় এলাকার লোকজন। গাছের ডাল পড়ে গড়ফতেপুর গ্রামের জুলেখা বেগম (৫০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। রাস্তার ওপর গাছ ও ডালপালা পড়ে যাওয়ায় সাময়িকের জন্য যানবাহন ও জনগণের চলাচলে বিঘœ ঘটে। পড়ে গেছে আম,কাঁঠাল জাম্বুরা ও পেয়ারা-সহ বিভিন্ন ফল। ঝড়ে ক্ষতিসাধন হয় বিদ্যুতের খুঁটি। ফলে সকাল ১০টার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিদুৃৎ সংযোগ কাজে ব্যস্ত ছিল।