বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ঝুমুর গ্রেফতার

বগুড়া সংবাদ :  বগুড়া শহরের আলোচিত মাদক ব্যাবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী ঝুমুর সরকার (৩৭) গ্রেফতার।
শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটায় তাকে শেরপুর থানার ধুনট মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আসামি সদর থানার চক সুত্রাপুর (কশাইপাড়া চামড়ার গুদাম) এলাকার মজিবর রহমান সরকার ছেলে। তিনি ওই এলাকার সাবেক কাউন্সিলর মতিন সরকারের ভাই।
শনিবার (১০মে) দুপুরে গ্রেপ্তারের বিষয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা পুলিশ বগুড়া।
বিজ্ঞপ্তিতি জানানো হয় , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ০৪ আগষ্টে শহরের বড় গোলা (ট্রাফিক পয়েন্ট) এলাকায় দুষ্কৃতিকারীরা ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত আক্রমন করে ককটেল. পেট্রোলবোমা বিস্ফোরনসহ পিস্তল ও কাটা রাইফেল দ্বারা গুলি বর্ষণ করে এতে ঘটনা স্থলে আঃ মান্নান (৭২) গুলি বিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনার গত ১১সেপ্টেম্বর ২০২৪ ইং সদর থানায় মামলা হয়। মামলার অন্যতম আসামী ঝুমুর সরকার পলাতক ছিলেন। ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজ শনিবার আসামীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

ধুনটে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *