রাণীনগরে ২০লিটার বাংলা মদসহ একজন আটক

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ২০লিটার চোলাই মদসহ আজাহার আলী (৬০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। এঘটনায় মামলা দায়েরের পর আসামিকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক আজাহার উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বরকত আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,বাংলা চোলাইমদ তৈরি এবং বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা নাগাদ উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজাহার আলীর বাড়ী তল্লাশী করে ২০লিটার বাংলা চোলাইমদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

মাংসের বালাচাও এর সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে, চাকুরি ছেড়ে সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস

বগুড়া সংবাদ : “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *