সর্বশেষ সংবাদ ::

সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে লেনিন দিবস’র আলোচনা সভা অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে অদ্য ২২ এপ্রিল মঙ্গলবার বিকাল ০৫ ঘটিকায় সাতমাথাস্হ ছাত্র ইউনিয়ন কার্যালয়ে সারাবিশ্বের নিপিড়ীত – নির্যাতিত মানুষের মহান নেতা, কমরেড লেনিন’র ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচকবৃন্দ বলেন, মহান দার্শনিক কার্ল মার্কস মানবমুক্তির রাজনৈতিক, অর্থনৈতিক বৈজ্ঞানিক মতবাদ তথা সমাজতন্ত্র – সাম্যবাদের যে রূপরেখা উপস্থাপন করেন, তার সফল ও বাস্তবিক প্রয়োগ ঘটান ১৯১৭ সালে রাশিয়ায় বিপ্লবের মধ্যে দিয়ে।
নিকোলাস জারের ফ্যাসিবাদী ও স্বৈরশাসনের পতন ঘটিয়ে পৃথিবীতে প্রথম সর্বহারা শ্রমজীবী মানুষের রাস্ট্র প্রতিষ্ঠা করেন।
পশ্চাৎপদ কৃষি নির্ভর রাশিয়াতে আর্থসামাজিক উন্নয়নে ব্যপক পরিবর্তন নিয়ে আসে।
মানুষের মৌলিক অধিকার অন্নবস্ত্র-শিক্ষা-চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করেন।
নারী স্বাধীনতা ও নারী অধিকার প্রতিষ্ঠা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, শুভ শংকর গুহ রায় বাবুন প্রমূখ।

Check Also

আদমদীঘিতে ২৪ এর রঙে গ্রাফিতি পুরস্কার বিজয়ীদের মাঝে চেক বিতরন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *