সর্বশেষ সংবাদ ::

নিজ শিক্ষালয় পরিচালনার দায়িত্ব পেলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার

বগুড়া শাজাহানপুরের বামুনীয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শাজাহানপুরের ৯মাইল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন।

গত ১৬ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার(প্রশাসন) প্রফেসর মোঃ আব্দুস সাত্তার মিয়া সভাপতির মনোনয়নসহ ৪ সদস্যের এই এডহক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেন।

নতুন সভাপতি দেলোয়ার হোসেন বামুনীয়া দারুল উলুম দাখিল মাদ্রাসারই ছাত্র ছিলেন। ১৯৯৪ সালে ওই মাদ্রাসা থেকে তিনি দাখিল পাস করেন। এরপর বগুড়া মোস্তাফাবিয়া মাদ্রাসা থেকে আলিম এবং সর্বশেষ বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইসলামের ইতিহাসে অনার্স মাষ্টার্স শেষ করেন। বর্তমানে তিনি দেশের নামিদামি কোম্পানীর ইলেট্রিক পন্যের ডিলারসহ বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসার সাথে জড়িত আছেন। একদিকে ওই মাদ্রাসার ছাত্র অপরদিকে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। সেদিক থেকে তিনি আন্তরিকতার সাথে শ্রম ও মেধা দিয়ে নিজ শিক্ষালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নয়নে আশানুরোপ ভুমিকা রাখবেন বলে মনে করেন স্থানীয় এলাকাবাসি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান (সুপার) সদস্য সচিব হযরত আলী, অভিভাবক সদস্য আল আমিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল খালেক।

নব্য সভাপতি দেলোয়ার হোসেন বলেন, নিজ শিক্ষালয় পরিচালনার দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। সর্বস্ব দিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করতে পারলে নিজেকে সার্থক মনে হবে।

Check Also

কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *