সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা ঢাকায় গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ(৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি  সুরুজ উদ্দিন কবিরাজকে(৪০) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।বগুড়া জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন।তাদের নামে বৈষম্যে বিরোধী ছাত- জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনকে বগুড়ায় আনা হচ্ছে।

 

Check Also

হাজী হাছান আলী ৭টি থেকে ৭৫টি মহিষের মালিক

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় হাজী হাছান আলী আকন্দ ৭টি মহিষ থেকে এখন ৭৫টি মহিষের মালিক। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *