সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গীতা পরিবারের শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার সোনাতলা উপজেলাধীন পাকুল্লা ইউনিয়নের ঘোষপাড়া ও দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়ার দিলীপ কুমার রায়ের বাড়ির মন্দিরে গীতা পরিবার স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্যাগ,খাতা, কলম,পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে লোহাগাড়ায় ও সকালে পাকুল্লায় ‘গীতা পরিবার’ সংগঠন ঢাকা অফিসের পরিচালক ও সোনালী ব্যাংক পিএলসি’র ডিপুটি জেনারেল ম্যানেজার (অবঃ) সুরজিৎ কুমার সাহা এবং এসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অবঃ) উৎপল কুমার দাস উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মি শ্রী বিকাশ চন্দ্র কর্মকার, ডা.বিপুল কুমার সাহা, লোহাগাড়ার দিলীপ কুমার রায়,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,শিক্ষার্থীরা ও তাদের মায়েরা। বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা আলোচনা সভায় বক্তব্য দেন। ‘গীতা পরিবার’ সংগঠনের পরিচালকরা বক্তব্যে বলেছেন,শিক্ষার্থীরা যে যতটুকু গীতা শিখেছে এটাই শেষ নয়। এর চেয়ে যেন আরো বেশি অর্জন করতে পারে। অর্থাৎ এ শিক্ষা কার্যক্রম যেন চলমান থাকে। আমাদের সনাতন ধর্মের যে সব গ্রন্থাবলী আছে তা প্রত্যেককে পরিপূর্ণভাবে শেখা উচিত। শেখার কোনো বয়স নেই। যে কোনো বয়সের মানুষ শিক্ষা অর্জন করতে পারে। তারা আরো বলেন যেখানে গীতা পাঠ হয়,সেখানে ভগবান উপস্থিত হয়। যে সব শিক্ষার্থী ভালোভাবে গীতা শিখবে,আগামীতে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে আশ্বাস দেন। বক্তব্য শেষে উল্লেখিত দুটি গীতা পরিবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণ পেয়ে শিক্ষার্থরা ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

 

 

Check Also

আদমদীঘি দলিল লেখকদের সাথে এমপি প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ মোতাবেক বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *