
বগুড়া সংবাদ : সীরাতে মুস্তাকিম পরিষদ বগুড়ার উদ্যোগে ফিলিস্তিনে ইজরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি প্রকাশ করে আজ এক বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ শেষে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সাতমাথা হয়ে জলেশ্বরীতলা ঘুরে আবার সাতমাথার মুক্তমঞ্চে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব ও নেতৃত্ব প্রদান করেন সীরাতে মুস্তাকিম পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি মনোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর সানি, রাফিউজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা মেহেদী হাসান।
বক্তাগণ ইজরায়েলের নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং জাতিসংঘের নীরব ভূমিকায় উদ্বেগ জানান। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে ফিলিস্তিনের শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয় কামনা করা হয়।
–