
বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের ভেপড়া এলাকায় ডি.কে অটো রাইস মিলের সামনে বাস চাপাড় অটো রিস্কা ভ্যান চালক নুর আলম (৫৫) ঘটনাস্থলে নিহত হন।
নিহত নুর আলম কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামের মৃত ওসমান আলীর পুত্র।
ভ্যান থাকা ৪ যাত্রীর মধ্যে ৩ জন সামান্য আঘাতপ্রাপ্ত হন এবং ১ যাত্রীর হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
কাহালু থানার এস আই মহিউদ্দিন এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ হতে কেউ বাদী না হওয়ায় লাশ তাদের কাছে হাস্তান্তর করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা