বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনের আহ্বান

বগুড়া সংবাদ  :বগুড়ার জলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চলতি এপ্রিল মাসে একটি আকর্ষনীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। সেই সাথে প্রতিকটি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্ণামেন্টের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার এবং ম্যান অব দ্য টুর্ণামেন্টকে বিশেষ পুরস্কার দেয়া হবে। মাত্র ১০ হাজার টাকা ফি জমা দিয়ে আগামী ১২ এপ্রিলের মধ্যে সরাসরি শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার অফিসে নাম এন্ট্রি করা যাবে। প্রতিটি দলে বহিরাগত ক্রিকেটার অংশগ্রহনের সুযোগ থাকছে। বগুড়া জেলার যেকোনো ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

 

Check Also

ধুনটে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *