সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইসরাইলের বিরুদ্ধে ছাত্র জনতার মিছিল, বাটার শো-রুম ভাংচুর

বগুড়া সংবাদ : বগুড়ায় ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বর্জনের দাবীতে হাজার হাজার  ছাত্র – তৌহিদী জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে ইসরাইলী পণ্য বর্জনের দাবি তুলে বেলা ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাটার শো-রুমে ভাংচুর চালায় উত্তেজিত জনতা।

সরেজমিনে দেখা গেছে,  সোমবার সকাল থেকেই বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে  ছাত্র – ছাত্রী ও তৌহিদী জনতা ব্যানার, প্লাকার্ড,  ফেষ্টুন নিয়ে  জড়ো হতে থাকে। পরে সকাল ১১ টায় মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল বের করে। মিছিল থেকে ফিলিস্তিন গনহত্যার প্রতিবাদ সহ ইসরাইলী পণ্য বর্জনের শ্লোগান দেয়া হয়। এসময় শহরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট পাটকেল নিক্ষেপ করে শো-রুমের কাচের জানালা ভাংচুর করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, বিক্ষোভ মিছিল থেকে দুই একজন বাটার শো রুমের কাচে ঢিল ছুড়ে মারে। এতে কাচ ভেঙে যায়। তাছাড়া বড় ধরণের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে।

 

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *