
বগুড়া সংবাদ : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষ্যে রবিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। শহীদ চান্দু স্টেডিয়াম থেকে শুরু হয়ে র্যালীটি খান্দার বাজারে গিয়ে শেষ। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রমাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন। এসময় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ক্রীড়ার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার ব্যাপারে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।