
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত প্রতিপক্ষের হামলায় রফিকুল মোল্লা (৬২) নামে ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওইদিন ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর করমজা গ্রামের আমিরুল ইসলাম,ইছাহাক আলী ও ফারুক-সহ ৮ জন মিলে উত্তর করমজা মৌজার হালদাগ ৪২৮ ও সাবেক দাগ ৩৩৫ থেকে ২০০০ সালে সাড়ে ৪ শতক জমি এবং একই দাগ থেকে ২০০৮ সালে আমিরুল ইসলাম-সহ ১০ জন মিলে দেড় শতক জমি অর্থাৎ মোট ছয় শতক জমি মিজানুর রহমান ও মোস্তাক আহম্মেদ-এর কাছ থেকে কবলা করে উল্লেখিত জমি পারিবারিক কবরস্থান হিসেবে ভোগ দখল করে আসছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কবরস্থানের জমিতে আমিরুল ইসলাম সাইনবোর্ড স্থাপন করতে গেলে তাকে মৃত নজু মোল্লার ছেলে ফরু মোল্লা,ফরু মোল্লার ছেলে বেলাল মোল্লা,জিলদার মোল্লা ও জিলদার মোল্লার ছেলে এবাদুল মোল্লা এলোপাথাড়ি মারপিট করতে থাকে। এ সময় তার চিৎকারে চাচাতো ভাই রফিকুল মোল্লা এগিয়ে এলে তারা রফিকুল মোল্লাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় ও কপালে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।