বগুড়া সংবাদ : আজ ২৭/০৩/২০২৫ তারিখ ১০:৪৫ ঘটিকায় বগুড়া সদর থানাধীন জামিল মাদ্রাসার ০৭ নম্বর হুজুর মৃত মোহাম্মদ ইউসুফ নিজামির মেয়ের বাড়িতে কাজ করার সময় মোঃ উজ্জল হোসেন (৩৫), পিতা: মোঃ মহসিন হোসেন, গ্রাম: জলসুগা উত্তরপাড়া, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া ছয় তলার ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হলে সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকদের সহায়তায় তাকে চিকিৎসার উদ্দেশ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১১:৩০ ঘটিকায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে অর্থ সার্জারি ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে বর্ণিত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কা জনক।
প্রাথমিকভাবে জানা যায় বর্ণিত ব্যক্তি জামিল মাদ্রাসার ০৭ নম্বর হুজুর মৃত মোহাম্মদ ইউসুফ নিজামির মেয়ের বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ছয় তালার ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
