
বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার সূর্যাদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক বক্তিবর্গ।