
বগুড়া সংবাদ : বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার সকালে ২৬ মার্চ স্বাধীনতা দিবসটি পালনে মুক্তির ফুলবাড়িতে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এইচ আলিম, সহ-সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম। অন্যান্যদের উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচীব সবুর শাহ লোটাস, নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, ফটো সাংবাদিক আল আমিন, বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকগণ।