
বগুড়া সংবাদ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দলীয় কার্যালয়ে শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক সম্পাদক আব্দুস সালাম তুহিন, দাওয়াহ সম্পাদক হেদাইতুল ইসলাম, নামুজা ইউনিয়ন আমীর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এতো বছরেও আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারিনি। বাংলাদেশের মানুষকে দিকনির্দেশনামূলক পথ খুঁজে দিয়েছে শহীদ আবরার আবু সাইদের শাহাদাতের মাধ্যমে। ১ হাজার ৫৮৩ জন দামাল ছেলে ৩৬ জুলাই রক্ত দিয়েছে। যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার আবারো ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবার সজাগ থাকতে হবে। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নয়নমূলক, ন্যায় ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।