
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণকবর জিয়ারত ও শহীদদের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫মার্চ মঙ্গলবার সকালে পদ্মপুকুর বধ্যভূমিতে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ এর পরিচালনায় স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা এফএম আফতাব উদ্দিন, সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন প্রমুখ। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।