সর্বশেষ সংবাদ ::

কমিউনিটি পুলিশিং ফোরামের দোয়া ও ইফতার মাহফিলে দূর্নীতিমুক্ত শাজাহানপুর গড়ার প্রত্যয়

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার ফুলদীঘি এলাকায় হোটেল সিয়েস্টায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার তাৎপর্য তুলে ধরে সমাজের দায়িত্বশীল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সবাইকে সংশোধন হয়ে দূর্নীতিমুক্ত শাজাহানপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ফোরামের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয়ক শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শেরপুর বিএম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জাফর আলমগীর, বগুড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি আবু ইমদাদুল হক আনোয়ার, দপ্তর সম্পাদক এমরান হোসেন মেম্বার, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার আহবায়ক হুমায়ুন কবির হিমু।

এসময় পুলিশিং ফোরামের উপদেষ্টা সদস্য ও শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, পুলিশিং ফোরামের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শফিক, পুলিশিং ফোরামের সহ-সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, মাদলা ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আইয়ুব বিন ছোটন সহ পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *