সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গ্রেফতার রাজশাহী ডিবি’র পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

বগুড়া সংবাদ : বগুড়ায় দুই ব্যক্তিকে অপহরণ এবং মুক্তিপণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবি’র পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সোমবার রাত ৮টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে আরএমপি’র এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের সাময়িক বরখাস্ত করেছেন। তিনি বলেন, তারা কোনো অভিযানে যাননি, কাউকে জানিয়েও যাননি। তারা নিজের ইচ্ছায় বগুড়ায় গিয়েছেন, সেখানে গ্রেফতারও হয়েছেন, সেখানে তাদের নামে মামলা হয়েছে। এ জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তদন্ত হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ পুলিশ সদস্য হলেন-আরএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী। এছাড়া তাদের সঙ্গে মেহেদী হাসান নামের মাইক্রোবাস চালককেও আটক করা হয়েছে। তার মাইক্রোবাসে সবাই বগুড়া যান।

Check Also

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *