সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সংগঠনের আহ্বায়ক মোঃ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ,বগুড়া জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আলম, সেক্রেটারি ডঃ আবু সালেম মামুন, অধ্যাপক মোঃ আব্দুস সালাম তুহিন, বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মাদ্রাসা শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুস সোবহান, বেসরকারি ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মুখলিছুর রহমান, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি আবু হুর ফারাজি প্রমুখ নেতৃবৃন্দ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ । ইফতার মাহফিলে বক্তাগণ বলেন ,অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করতে হবে।

Check Also

Казино без необходимости идентификации в 2025 году

Казино без необходимости идентификации в 2025 году В двадцать пятом году времени казино без потребности …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *