সর্বশেষ সংবাদ ::

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে দুপচাঁচিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : পশ্চিমা বিশ্বের সক্রিয় মদদে গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে দুপচাঁচিয়া সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে ইসরাইলী পণ্য বয়কট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২১মার্চ শুক্রবার বাদ জুমা বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউসুফ আলী, উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান, হাফেজ আব্দুর নূর, উপজেলা মডেল মসজিদের খতীব মাওঃ জোবায়ের আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি শাহজাহান আলী তালুকদার, হেফাজতে ইসলাম দুপচাঁচিয়া উপজেলার সেক্রেটারী সাইফুল ইসলাম, শিক্ষার্থী মোস্তাকিম প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনীদের ওপর হামলার তীব্র নিন্দা এবং অতর্কিত হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশ ইসরাইলী সকল পণ্য বয়কট করার আহবান জানান। শেষে উপজেলা সদরের বিভিন্ন দোকানে ইসরাইলী পন্যের তালিকা প্রদান করে পন্য বিক্রয় না করার জন্য আহবান জানান।
#

Check Also

২২ এপ্রিল বগুড়ায় ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *