
বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,ইমানকে মজবুত করার জন্য রমজান মাস এসেছে। তাই সকল মুসলমান ভাই-বোনকে ইমান মজবুত করার কাজ করতে হবে। তাকোয়া হলো ইমানের জীবন। তিনি আরো বলেছেন, আল্লাহর গোলামী ছাড়া আর কারো গোলামী করা যাবে না। এদেশে ইসলামের বিধান চালু করতে হবে। বৃহস্পতিবার (২০মার্চ) বিকেলে সোনাতলায় ফাতেমা কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাতলা উপজেলা শাখার আয়োজনে মাহে রজমান মাসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফেডারেশনের সোনাতলা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মাও.মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের জেলা সভাপতি মোঃ রেজাউল করিম। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,অধ্যক্ষ মাও.নূরুল ইসলাম,সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম,বাংলাদেশ শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব,শহর সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন মাও.আব্দুল হালিম,প্রভাষক আবু তাহের,আব্দুর রহিম,রফিকুল ইসলাম,দেলোয়ার হোসেন,নজরুল ইসলাম, শামসুল হক,শফিকুল ইসলাম,রবিউল ইসলাম,এরশাদুল ইসলাম ও পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নূরুল আমিন-সহ অনেকে। পরে দোয়া ও ইফতার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি বালুয়াহাট এলাকায় হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলে যোগদান করেন।