
বগুড়া সংবাদ : ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সাহয়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বুধবার দুপুরে বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়ন পরিষদে ৯”শ ১২ জন গরীর দুঃস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
উক্ত ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান মো. গোলাম রব্বানী আকন্দ ও ট্যাগ অফিসার উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার মো. রায়হানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউ পির সচিব মো. আব্দুস সামাদ, হিসাব সহকারি মোছা. সুরাইয়া নিসা, ইউ পি সদস্য গোলাম রব্বানী মন্ডল, শহিদুল ইসলাম, সেলিনা আক্তার, শাহানাজ পারভীন, মোছা. বুলবুলি, আব্দুল মতিন, আব্দুল মান্নান, রাশেদ সরদার, গোলাম রব্বানী, মোজাম্মেল হক মোজাম সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।