
বগুড়া সংবাদ :অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়নে সবসময় বিএনপি ভূমিকা রেখেছে মন্তব্য করে সাবেক এমপি লালু বলেন, সংসদের মাধ্যমে জবাবদিহিতার সরকারই প্রকৃত উন্নয়ন করতে পারবে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিই আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এগুলো তরুণ ভোটারকে বোঝাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে গাবতলীর বাগবাড়ীতে নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৮ মার্চ মঙ্গলবার বিকালে গাবতলীর বাগবাড়ি এসইউ ফাজিল মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। সাবেক এমপি লালু আরো বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ২০৪১ সালের স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরলস পরিশ্রমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে মামলা হামলা ও নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দলের নেতাকর্মীরা গত জুলাই আগস্টে ১ দফার দাবিতে গণআন্দোলনে হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আওয়ামী স্বৈরাচারের পতনের পর অন্তর্র্বতী সরকারকে দেশের মানুষ বিশ্বাস করে আস্থা রেখেছে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য। তাই দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সকল রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করবে। প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা ধৈর্য ধরুন মানুষের আস্থা অর্জন করুন। তারেক রহমান বলেছেন এই জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে, যতদিন পর্যন্ত সংসদ নির্বাচন না হয়। আমরা দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। তিনি আরো বলেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের এ দেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ। বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবং সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি লালুর নাতি সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন আমিন তালুকদার, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, ফজলুল হক উজ্জল, মাহমুদ শরীফ মিঠু, জাহেরুল ইসলাম, মাহফুজুর রহমান ফারুক, হায়দার আলী, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, জহুরুল হক সজল, আমিনুল ইসলাম রাঙ্গা, অধ্যক্ষ আব্দুর রহিম, আশরাফুল ইসলাম, সম্রাট মাহারুফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব সুজাউদ্দিন, হাসানুজ্জামান পলাশ, জোবায়েদ রহমান প্রিন্স, রুনু, নয়ন, সোহেল রানা সুমন, ইলিয়াস মাহমুদ উজ্জল,আল আমিন, জিন্নাত আলী, সাহাদাত হোসেন মিঠু, মোহতাছিন বিল্লা মুন, আয়নাল হক, মাসুদ রানা, রাশেদুল ইসলাম, ছাত্রনেতা মুন, অভি, সৈয়দ নাহিদ, মাহমুদুল হাসান মোহন, আরিফিন প্রমুখ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যান কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এরপূর্বে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুস্থ মানুষের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।