
বগুড়া সংবাদ : সোনাতলায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৮মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন থানার ওসি মিলাদুন নবী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান তালুকদার,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,মাধ্যমি শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,সাহাজুল ইসলাম টুকু গাজী,ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার জিল্লুর রহমান,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই ও বিএনপি নেতা সেলিম রেজা বাবলা। উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আকরার হাসান,আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা বেগম,প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা,মোস্তফা কামাল,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহানারা খাতুন,হরিখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম,সোনাতলা পৌর এিনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু-সহ অনেকে।