
বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,
জুলুম, অত্যাচার, নির্যাতন প্রতিহত করতে হলে কােরআনের আইন চালু করতে হবে। আল্লাহর বিধি-নিষেধ না মানলে কােন ফয়সালা হবেনা। আল্লাহর রসূল কে স্বরন করে আলেম-ওলামাদের এগিয়ে যেতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শনিবার বিকালে সারিয়াকান্দি মডেল মসজিদে উপজেলা ওলামা পরিষদের উদ্যােগে আলােচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সারিয়াকান্দি ওলামা পরিষদের সভাপতি মাওলানা মােঃ এনামুল হক চন্দনীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মােঃ কাজী জহুরুল ইসলামের সঞ্চালনায়
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ক্বারী মাওঃ আব্দুল মজিদ, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাওঃ মােঃ ইকবাল হােসেন।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন, সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম,সারিয়াকান্দি কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মাওঃ শফিকুল রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ অধ্যক্ষ আব্দুল মাজেদ, মাওঃ তােফাজ্জল হােসেন প্রমূখ। পরে দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।