সর্বশেষ সংবাদ ::

নতুন পোশাক পেল স্বপ্নপূরণ স্কুলের ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থী

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থায় আস্থার প্রতীক ‘স্বপ্নপূরণ’ স্কুলের ৫ শতাধিক শিশুশিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার মানিকদিপা বিন্নাচাপড় এলাকায় প্রতিষ্ঠিত স্বপ্নপূরণ স্কুল চত্তরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান এই শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে তিনি উপজেলার দাঁড়িগাছা সোহাগীপাড়া এলাকায় স্বপ্নপূরণ স্কুলের শাখা স্কুল পরিদর্শন করেন এবং সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও পড়ালেখার খোঁজখবর নেন।

এছাড়া স্বপ্নপূরণ স্কুল এবং ওওউ (ঞযব ওহংঃরঃঁঃব ড়ভ ওহভড়ৎসধঃরপং ধহফ উবাবষড়ঢ়সবহঃ) এর সহযোগিতায় শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুিষ্ঠত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পড়ালেখার পরিবেশ উন্নয়নকল্পে শিক্ষিকাদের উদ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউএনও তাইফুর রহমান।

স্বপ্নপূরণ স্কুলের পরিচালক সাংবাদিক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, বিশিষ্ট ঠিকাদার মোশাররফ হোসেনসহ শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বপ্নপূরণ স্কুল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়া শহরসহ প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এই ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানটি।

 

Check Also

দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন

বগুড়া সংবাদ : ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *