
বগুড়া সংবাদ :নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন আওয়ামীলীগ নেতাসহ মোট ৩জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন,উপজেলার ক্ষুদ্র বোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (৪৫), ভর তেতুলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (২৫), ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে পলাশ শেখ (২৪)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সাইফুলকে গত ৬অক্টোবর দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া সম্প্রতি দোকান চুরি মামলায় জীবন খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। ও একই রাতে আদালতের পরোয়ানা মুলে পলাশ শেখ (২৪)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।