বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। যাকাত আইন চালু হলে প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।
তিনি শনিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ১২ নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সহ সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, যুব বিষয়ক সম্পাদক আব্দুস সালাম তুহিন, আব্দুল হাদি শফিক। মাহফিল শেষে দেশ জাতির কল্যাণ কামনায় করে দোয়া অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
