
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতনামা(৫৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ৬মার্চ বৃহস্পতিবার ১২.৪৫মিনিটে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ডাউন বগুড়া কমিউটার ট্রেনটি আলতাফনগর স্টেশনে থামার পূর্ব মুহুর্তে ধীরগতির সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তি নামতে গিয়ে অসাবধানতা বসতঃ ট্রেনের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা লাশ উদ্ধার করে প্লাটফর্মে রেখে দেন।
আলতাফনগর স্টেশন ক্লোজ ডাউন থাকায় স্টেশনের ইনচার্জের দায়িত্বে থাকা তালোড়া স্টেশনের স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান মুঠোফোনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়া হয়েছে।
সান্তাহার রেলেওয়ে থানার এসআই প্রদীপ কুমার বর্মন বলেন, বিষয়টি বগুড়া রেলেওয়ে ফাড়িতে অবহিত করেছি। তারা এসে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।