সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ায় ছাঁদ থেকে পড়ে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের শিক্ষার্থী।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

স্থানীয় ও ও আত্মীয় স্বজন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত বাড়ির ছাঁদ থেকে পড়ে যায় অর্পিতা। তখন আত্মীয় ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটায় সে মারা যায়।

সদর থানা অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দীন জানান, মরদেহ মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।

 

Check Also

আদমদীঘি দলিল লেখকদের সাথে এমপি প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ মোতাবেক বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *