সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে     সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  সারিয়াকান্দিতে ৫৭৮ কোটি টাকার যমুনার তীর সংরক্ষণ কাজ বন্ধ” শিরোনামে  প্রকাশিত  সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার(৫ মার্চ) বিকালে সারিয়াকান্দি প্রেসক্লাবে  তমা কনস্ট্রাকশনের ম্যানেজার জুয়েল রানা উক্ত সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন,সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের মাদারগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায়  ৫৭৮ কোটি টাকা ব্যায়ে যমুনা নদীর বাম তীর  সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে  ।
 প্রকল্পটির দুটি  প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে  মেসার্স তমা কনষ্ট্রাকশন ।  গত ৩ মার্চ  দৈনিক যুগান্তর ও দৈনিক করতোয়াসহ বিভিন্ন পত্রিকায় সারিয়াকান্দিতে ৫৭৮ কোটি টাকার যমুনা তীর সংরক্ষণ কাজ বন্ধ” শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।
কাজলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার অভিযোগ ও সাক্ষাতকারের ভিত্তিতে যে সংবাদ প্রকাশ করা  হয়েছে তা সঠিক নয়। কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইছাহাক ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে  অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী  প্রকল্প সাইডে হামলা,  আমাকে  মারধর ও  প্রাণনাশের হুমকি দেওয়ার কােন ঘটনায় ঘটে নি।
 ৫০/৬০ টি  মোটরসাইকেল নিয়ে অস্ত্রশস্ত্রে  সজ্জিত হয়ে আমার উপর যে হামলার কথা বলা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা  বানোয়াট ও ভিত্তিহীন ।
আমি উক্ত সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি।  সেই সাথে প্রকল্পের কাজে কোন প্রকার বিঘ্ন না ঘটে সে জন্য প্রশাসনের সুদৃষ্টি  কামনা  করছি ।

Check Also

দেশের সকল গণতান্ত্রিক অন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে -সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *