
বগুড়া সংবাদ :নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতী ইসলামী মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেছেন,দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দলকে একক ভাবে সরকার গঠনের সুযোগ প্রদান করতে হবে। দখলবাজী, চাঁদাবাজি, হয়রানী, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণসহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। যার যার অধিকার ফিরে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হবে। তাই জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দ্বোরগড়ায় লেখনির মাধ্যমে পৌছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা অপরসিমি। প্রার্থী খবিরুল ইসলাম একজন শিক্ষক,সাংবাদিক এবং আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,একটি সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো: খবিরুল ইসলাম রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।