
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু থানার এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়তুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের আব্দুল মালেকের পুত্র।
থানা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেন।