সর্বশেষ সংবাদ ::

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সংকট: এক্স-রে কাজ বন্ধ:

বগুড়া সংবাদ :বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাস যাবত ফিল্ম সংকট হওয়ায় এক্স-রে কাজ বন্ধ হয়ে পড়েছে। সেইসাথে ফিল্ম রাখার খামও সংকট সৃষ্টি হয়েছে। এক্স-রে বিভাগে নিয়োজিত কর্মচারী (রেডিও) মোঃ বিদারুল ইসলাম নিয়মিত অফিস খুলে রাখলেও ফিল্ম সংকটের বিষয়টি রুগীদেরকে অবগত করেন। প্রয়োজনের তাগিদে রুগীদেরকে বেশি টাকায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে এক্স-রে করতে হচ্ছে। এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট। প্রতিষ্ঠার পর থেকে এখানে একটি ১০০ মিলিয়াম এমপিআর (এমএ) এনালগ মেশিনে এক্স-রে কাজ করা হচ্ছিল। দীর্ঘদিনের ব্যবহারে এটি পুরনো হওয়ায় ২০২০ সালে ৩০০ এমএ একটি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ পাওয়া যায়। তখন থেকে নতুন এই এক্স-রে মেশিনে নিখুঁতভাবে এক্স-রের কাজ হয়ে আসছে। কাজ চলার মধ্য দিয়ে গত অক্টোবর মাস থেকে ফিল্ম সংকট দেখা দিলে এক্স-রে কাজ বন্ধ হয়ে পড়ে। যা আজও বন্ধ রয়েছে বলে জানালেন এক্স-রে বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিও) মোঃ বিদারুল ইসলাম। তিনি আরো জানান, ৩০০ এমএ নতুন এই এনালগ এক্স-রে মেশিনের সাথে কম্পিউটারাইজ রেডিও গ্রাফি (সিআর) সংযোগের ব্যবস্থা হলেই তা ডিজিটালে রূপান্তরিত হবে। ডিজিটাল মেশিনে এক্স-রে করলে এর কাজ হবে স্বচ্ছ ও নিখুঁত। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.ইশমে শার্মা তাজনীন বলেন এক্স-রের ফিল্ম ও খাম সংকটের বিষয়টি আমি অবগত আছি। এর বরাদ্দের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যে এক্স-রে ফিল্ম ও খাম বরাদ্দ আসবে।

 

Check Also

দেশের সকল গণতান্ত্রিক অন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে -সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *