সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২১ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার সিএনজি জব্দ

বগুড়া সংবাদ:গত মঙ্গলবার ৪ মার্চ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় পৃথক -পৃথক অভিযানে শহরের ৮ নং ওয়ার্ড রেলওয়ে ষ্টেশন এর নতুন প্লাটফর্মের সামনে পাকা রাস্তার উপর ও শহরতলীর ঔ ১৪ নং ওয়ার্ড ছোট বেলাইল নামক স্থানে অতিথি ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা টু রংপুর গামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সিএনজি, ৫টি মোবাইল ফোন, ৭টি সিম এবং নগদ ২১,৪৫০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা, মোঃ জাহিদুল ইসলাম (২৬), পিতা-মোঃ বাহেজ আলী, মোঃ মমিনুর ইসলাম (২৫), পিতা মোঃ খতিবর রহমান, উভয় সাং-দক্ষিণ বাড়ইপাড়া, ইউপি-টঙভাঙা ওয়ার্ড নং-০৫, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট। মোঃ শাহিন বাদশা (৪৮), পিতা মৃতঃ আব্দুল জব্বার, সাং-ছোটবাখোরা, ইউপি-মুড়াইল ওয়ার্ড নং-৫, খানা- কাহালু। মোঃ মামুনুর রশীদ মামুন (২৬), পিতা-মোঃ আশরাফ আলী, গ্রামঃ ফুলগাছ ভারালদা বাজার, ইউপিঃ মোগলহাট, থানাঃ সদর জেলাঃ লালমনিরহাট। ঝন্টু বাসপর (২০), পিতা-কানাইলাল বাসপর, সাং-চকসূত্রাপুর (হরিজন কলোনী), বগুড়া সদর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সিএনজি যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *