
বগুড়া সংবাদ : সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে দুইদফা মারপিট ঘটনায় দু’পক্ষের ১০ জন আহত হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীর ভাতিজা ও ফারুক’র ছেলে রিফাতকে (২২) পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার সন্ধ্যায় চরাপাড়া বাজারে দক্ষিণ গোসাইবাড়ি গ্রামের ২/৩ জন যুবক মারপিট করে। এতে সে আহত হয়। রিফাতের পরিবারের লোকজন এ ব্যাপারে সংবাদ পেয়ে জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী-সহ বেশ কয়েকজন লোক তারাবির নামাজের সময় দক্ষিণ গোসাইবাড়ি গ্রামের হামিদুল ইসলাম ও মুন্টু মিয়ার বাড়ি-ঘরে এবং এই দুই ব্যক্তির স্ত্রীর ওপর হামলা করে। এতে হামিদুলের স্ত্রী ফুলবিবি (৫০) ও মুন্টু মিয়ার স্ত্রী শিউলী বেগম (৪০) গুরুতর আহত হয়। ক্ষতিসাধন হয় পরিবার দুটির বাড়ি-ঘর। এছাড়া লুট করা হয়েছে স্বর্ণালঙ্কার ও মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগ তুলেছেন হামিদুল ইসলাম ও মুন্টু পরিবার। আহত দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিশোধ হিসেবে তারা তাৎক্ষনিক প্রতিপক্ষের ওপর হামলা করে। এতে আহত হয় ৭ জন ও পূর্বের প্রথম ঘটনায় একজন। তারা হলেন ভেলুপাড়া গ্রামের বাসিন্দা ও জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী (৫৭),বড় ভাই গোলাম মোস্তফা বিটুল (৬০), গোলাম রব্বানীর ভাতিজা রিফাত (২২),একই গ্রামের শাহিদুল ইসলাম (৪৫). বাউয়াইটোনা গ্রামের মাহবুর রহমান (৪০), কাশিয়াবাড়ি গ্রামের রবীন্দ্র চন্দ্র (৩৬), জোড়গাছা গ্রামের হারুন (৪০) ও হলিদাবগা গ্রামের মামুন (২৫)। এদের মধ্যে গোলাম মোস্তফা বিটুল ও হারুনকে গুরুতর আহতবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ভর্তি রয়েছে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ব্যাপারে থানার ওসি মিলাদুন নবী নিশ্চিত হয়েছেন এবং বলেন এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।