
বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ৫ মার্চ বুধবার সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে বগুড়া সদর উপজেলা এবং শাজাহানপুর উপজেলা দল মুখোমুখী হবে। উভয় দলে জাতীয় দলের খেলোয়াড় অংশগ্রহন করবেন। বিকেল ৩টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মেজবাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। দর্শকদের জন্য বিনা টিকিটে ফাইনাল খেলা দেখার সুযোগ থাকবে। এছাড়া ফাইনাল ম্যাচটি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব খালেদ মাহমুদ রুবেল।