
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে এক কৃষকের চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের কৃষক আবু সাইদের খামারে এই গরু চুরির ঘটনা ঘটে। সোমবার দুপুর পর্যন্ত গরুর মালিক ও তাঁর পরিবারের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়েও গরুগুলোর সন্ধান পাননি।
গরুর খামারের মালিক ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে খামারে থাকা লোকজন বাড়িতে সেহরী খাওয়ার জন্য যান। এই সুযোগে চোরের দল রাত আনুমানিক তিনটার দিকে খামারে প্রবেশ করে । তারা খামার থেকে চারটি গরু চুরি করে ট্রাক যোগে নিয়ে চম্পট দেয়। পরে খামারের লোকজন খামারে এসে দেখে খামার থেকে চারটি গরু চুরি হয়ে গেছে। খামার মালিক আবু সাইদ জানান, চুরি হয়ে যাওয়া চারটি গরুর আনুমানিক মুল্য প্রায় পাঁচ লাখ টাকা । তিনি আরও বলেন, গরুর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, চুরির বিষয়টি লোক মারফত জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।