বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় জাতীয় ক্বেরাত প্রতিযোগীতা শুরু

বগুড়া সংবাদ : দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে জাতীয় ক্বেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার ২৬ ফেব্রæয়ারি গাবতলী উপজেলার দাড়াইল এলাকায় বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমী। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে বিচারক মন্ডলী প্রাথমিক ভাবে মোট ৪৫ জনকে ইয়াস কার্ড প্রদান করে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানের শুরুতেই। আসছে আগামী ১৫ রমজান ক্বেরাতের ফাইনাল রাউন্ড শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রথম পুরষ্কার হিসাবে ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার ৪০হাজার টাকাসহ ২০ জনকে পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক শায়েখ আল্লামা মুফতি আতাউল্লাহ নিজামী, ক্বারী মানজুর বিন মোস্তফা, ক্বারী ফিরোজ, হাফেজ সাইফুল্লাহ্, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, আব্দুল গফুর শাহ, সাবেক সভাপতি ছাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক নুরেজ্জামান সজল, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, অধ্যক্ষ নুরে আলম প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *