
বগুড়া সংবাদ :গত মঙ্গলবার বগুড়ার কাহালু শিল্পী আবাসন প্লটে যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সভাপতি মো রেজওয়ানুল ইসলাম খান।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর আলহাজ্ব মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ মো.শহীদুল্লাহ, সেক্রেটারী শাহীদুর রহমান সবুজ, সহ-সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বেলায়েত হোসেন, বগুড়া জেলা কল্যাণ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর ফেরদাউস ইসলাম, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতনেতা জহুরুল ইসলাম, ইউসুফ আলী, আলহাজ্ব ফখরুল ইসলাম, নজরুল ইসলাম কুদ্দুস সহ যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও খেলা মোদি দর্শকবৃন্দ। কালাই ইউনিয়নকে ২-১ গেমে হারিয়ে পাইকড় ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গেšরব অর্জন করে। খেলা পরিচালনা করেন কাহালু সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুর রহিম সরদার।
ক্যাপসনঃ যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।