
বগুড়া সংবাদ : উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ফেব্রæয়ারি মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও গৌর চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম হোসেন, মোয়াজ্জেম হোসেন, রেজাউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, ডিমশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুজ্জামান কনক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামীম উদ্দিন সহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীগণ। বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রগণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।